অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ইতিমধ্যে ফুটবল বিশ্ব জেনে গেছে, জুভেন্টাসে আর থাকছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি ফিরছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। দল-বদলের মৌসুম শেষ হতে আর বেশিদিন নেই। তার আগে আনুষ্ঠানিকভাবে সিটিজেনদের সঙ্গে চুক্তিটাও করে ফেলতে পারেন রোনালদো। অনেক গণমাধ্যমের দাবি, ইতিহাদে এক পা ইতিমধ্যে দিয়ে রেখেছেন পর্তুগিজ তারকা।
তবে রোনালদোর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি জানিয়েছে জুভরা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা তুরিনের বুড়িদের জানিয়ে দিয়েছেন, ক্লাবটির হয়ে তার আর খেলার আগ্রহ নেই। বিষয়টি নিশ্চিত করেছেন তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
তিনি বলেন, ‘রোনালদো ক্লাবে অবদান রেখেছে। যে কেউ চাইলে এখন তাকে দলে নিতে পারে। এখন সে চলে যেতে চায় এবং জীবন থেমে থাকবে না।এদিকে শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে সিরি’আয় এম্পলির মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচটির জন্য অ্যালেগ্রির স্কোয়াডেও থাকছেন না রোনালদো।
গত বুধবার জুভেন্টাস জানায়, দল-বদলের মৌসুমে তারা রোনালদোকে বিক্রি করে দিয়ে চায়। অথচ বেশ কিছুদিন আগে রোনালদো নিজেই নিশ্চিত করেছিলেন জুভদের ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। কোচ অ্যালেগ্রিও তাতে সায় দিয়েছিলেন। কিন্তু মাস শেষ না হতেই, ৩৬ বছর বয়সী তারকার সিটিতে যাওয়ার গুঞ্জন সত্যি হতে চলেছে।