অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের দ্রুত ক্ষমতা অধিগ্রহণের পর আতঙ্কে হাজার হাজার মানুষ আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাতে কাবুল তৈরি হয়েছে বিশৃঙ্খল অবস্থা।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, উল্টো চিত্র দেখা গেছে পাকিস্তান সীমান্তে। আফগানিস্তানের দক্ষিণে স্পিন বোল্ডাকের দিকে তাকিয়ে আছে প্রায় ২০০ আফগান শরণার্থী।
কার্পেট, বিছানা, কাপড় এমনকি ছাগলও ট্রাকে করে নিয়ে গেছে তারা। এখন পাকিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায়। তাদের ধারণা, তালিবান যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা আনবে।
সীমান্তে অপেক্ষমাণদের একজন মৌলভি শাইব। তিনি বলেন, “আমরা বোমা হামলা ও কষ্টের সময়ে আফগানিস্তান থেকে চলে এসেছি, যখন মুসলমানরা সমস্যায় ছিল। এখন আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক। তাই আমরা আফগানিস্তানে ফিরে যাচ্ছি। ”
কাঁটাতারে ঘেরা ১০ ফুট গভীর খাদ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে চামন থেকে স্পিন বোল্ডাককে আলাদা করেছে। প্রতিদিন ওই পাহাড়ি সীমানার বাণিজ্যিক পথ অতিক্রম করছে হাজার হাজার মানুষ।
এ দিকে আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ পালানোর চেষ্টা করার কারণে পাকিস্তান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এতে আটকে পড়েছে দেশে ফিরতে চাওয়া আফগানরা।
তাদের একজন মুহাম্মদ নবী। তিনি বলেন, “মানুষ ফিরতে চায় কিন্তু তাদের পার হতে দেওয়া হয় না। পাকিস্তান সরকারকে অনুরোধ করি আমাদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দিন। কারণ এখন দেশে যুদ্ধ নেই এবং শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পরিবারের নারী এবং বাচ্চারা অপেক্ষা করছে— আমরা চাই তারা সীমান্ত অতিক্রম করুক। ”
চল্লিশ বছর আগে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান ২০ লাখেরও বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সংঘাতের তীব্রতার ওপর ভিত্তি করে সংখ্যাটিও ওঠানামা করেছে।