Rahul Gandhi: জাতীয় সম্পদ বিক্রির অভিযোগ এনে এক তীর দিয়ে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাংসদ রাহুল গান্ধি বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জাতীয় সম্পদ বিক্রির অভিযোগ এনে এক তীর দিয়ে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন।

তিনি বলেন, যখন দেশে কোভিড পরিস্থিতি ‘উদ্বেগজনক’ হয়ে উঠছে এবং টিকা দেওয়ার গতি ধীর, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জাতীয় নগদীকরণ পাইপলাইন ঘোষণায় ব্যস্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘কোভিডের ক্রমবর্ধমান সংখ্যা উদ্বেগজনক। পরবর্তী তরঙ্গে ভয়াবহ পরিণতি এড়াতে টিকার গতি বাড়ানো উচিত। দয়া করে নিজের যত্ন নিজে নিন কারণ ভারত সরকার বিক্রি করতে ব্যস্ত।’

রাহুল এভাবে জাতীয় নগদীকরণ পাইপলাইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে কোভিড নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিজগেও সোচ্চার হয়েছেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি জাতীয় নগদীকরণ পাইপলাইন এর কথা ঘোষণা করেন।

তিনি বলেন ৪০টি বিমান বন্দর, ২৫টি রেলস্টেশন, একাধিক জাতীয় সড়কসহ কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সম্পত্তি লিজ দিয়ে আগামী চার বছরের মধ্যে কেন্দ্রীয় কোষাগারে ৬ লক্ষ কোটি টাকা তুলতে উদ্যোগী হয়েছে।

এরপরেই ওই ইস্যুতে কংগ্রেস, তৃণমূল ও অন্যরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রসঙ্গত, ২৪ ঘন্টার মধ্যে দেশে প্রায় ২৩ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি রেকর্ড হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৬,১৬৪ টি নয়া সংক্রমণ হয়েছে এবং একইসময়ে ৭০৭ জনের মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখনও ৩,৩৩,৭২৫।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?