অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। লিডস টেস্টে রান পাহাড়ের নিচে চাপা পড়েছে ভারত। বোলিংয়ের পর ব্যাটিংয়েও সফরকারীদের শাসন করেছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩২ রান করেছে ইংলিশরা। দ্বিতীয়দিন দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান জো রুট। চলতি বছরে ইংলিশ অধিনায়কের এটি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
ইংল্যান্ড শুক্রবার তৃতীয়দিন শুরু করে ৮ উইকেটে ৪২৩ রান নিয়ে। তার সঙ্গে মাত্র ৯ রান যোগ হতেই প্রথম ইনিংস শেষ হয় স্বাগতিকদের।
আগেরদিনের দুই ব্যাটসম্যান ক্রেইগ ওভারটনকে (৩২) নিজের চতুর্থ শিকার বানান মোহাম্মদ শামি। এরপর স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই শেষ উইকেট হিসেবে জসপ্রীত বুমরাহ বলে বোল্ড হন ওলি রবিনসন (০)। অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন (০)।
এর আগে হেডিংলিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে ২ রান জমা করেছে বিরাট কোহলির দল। ভারত এখনো পিছিয়ে আছে ৩৫০ রানে।
দুই দলের পাঁচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৭৮/১০ (৪০.৪ ওভার) রোহিত ১৯, রাহানে ১৯; অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৩২/১০ (১৩২.২ ওভার) রুট ১২১, মালান ৭০; শামি ৪/৯৫, বুমরাহ ২/৫৯
ভারত দ্বিতীয় ইনিংস: ৪/০ (৩ ওভার) রোহিত ৩, রাহুল ১; অ্যান্ডারসন ০/২, রবিনসন ০/২