অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। কাবুল বিমান বন্দরে আই এস জঙ্গিদের আত্মঘাতি বোমা হামলায় তালেবানের মৃত্যু নিয়ে দুই রকম খবর পাওয়া যাচ্ছে। তালেবান এবার জানাল, কাবুলের আত্মঘাতি হামলায় তাদের কেউ নিহত হননি।
তালেবানের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমে বলেছিলেন, তাঁদের ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন কাবুল হামলায়। কিন্তু তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এখন বলছেন, তাঁদের কেউ হতাহত হননি।
জাবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বিবিসি পশতুকে বলেছেন, “এই হামলার ঘটনায় আমাদের কেউ নিহত হয়নি। যেখানে হামলা হয়েছে, সেটা মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা।”
বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে ওই হামলায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।
তালেবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের সৈন্যদের পাশাপাশি নিজেদের বেসামরিক নাগরিকদের কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে।
হাজার হাজার আফগানও দেশ ছাড়ার চেষ্টায় মরিয়া হয়ে বিমানবন্দরের ভেতরে ও বাইরে অপেক্ষা করছেন প্রতিদিন। ফলে সেখানে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র দেশ কাবুল বিমান বন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করার পরপরই এই হামলার ঘটনা ঘটল।
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরের একটি প্রবেশফটকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দরের অ্যাবি গেটে, যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার ঠিক বাইরেই এই বিস্ফোরণ ঘটে।