অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে সম্প্রতি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভয়াবহ ওই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে দেড় শতাধিক। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
বিবৃতিতে আইএস বলেছে, তাদের একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক এবং সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থানে বিদেশি সেনাদের উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে। বিশ্ব সম্প্রদায়েরও উচিত বেসামরিক আফগানদের লক্ষ্য করে এই হামলার নিন্দা জানানো।
তালেবান সংস্কৃতি কমিশনের সদস্য আবদুল কাহার বলখি বলেছেন, ‘এটা সন্ত্রাসবাদী হামলা। বিদেশি সেনা উপস্থিতির কারণে এই হামলা হয়েছে। আমরা আর এমন হামলা চাই না। সারা বিশ্বের উচিত এই হামলার নিন্দা জানানো। ’
তালেবান এই হামলার সুযোগ করে দিয়েছে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি বলেছেন, তালেবান হামলার সুযোগ করে দিয়েছে তিনি এমনটা বিশ্বাস করেন না।
তিনি বলেন, ‘আমি মনে করি না তালেবান হামলার সুযোগ করে দিয়েছে এমন কিছু আছে যা আমাকে এ বিষয়ে বিশ্বাস জোগাবে। ’
তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।