Hollywood: হলিউড সিনেমা ‘এফ৯’ বিশ্বব্যাপী ৭০ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম কিস্তি ‘এফ৯’ বুধবার নাগাদ বিশ্বব্যাপী ৭০ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। এটি আমেরিকান সিনেমার জন্য মহামারিকালীন রেকর্ডই নয়, বরং ২০১৯ সালের পর এ প্রথম কোনো এমপিএ (মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) ফিল্ম এত টাকা আয় করলো।

ওই দিনের বক্স অফিস ফলাফল অনুযায়ী, ‘এফ৯’ স্থানীয়ভাবে আয় করেছে সোয়া ১৭ কোটি ডলারের বেশি ও আন্তর্জাতিক বাজারে ৫২.৮ কোটি ডলার। সব মিলিয়ে ৭০ কোটি ডলার এখন হাই-অ্যাকটেন অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটির ঝুলিতে।

২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ শেষ মুভি হিসেবে এতটা আয় করেছিল। যার পরিমাণ ৮০ কোটি ডলারের বেশি।

এ ছাড়া একই সিরিজের স্পিনঅফ ‘হবস অ্যান্ড শ’-এর পর চীনে কোনো হলিউড সিনেমা ২০ কোটি ডলার আয় করেছে। গত পাঁচ বছরে ১১টি হলিউড সিনেমা এশিয়ার দেশটিতে এ পরিমাণ আয় নিয়ে রাজত্ব করেছে। যার তিনটিই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের।

এমনকি সামান্য বেশি আয় করে হারিয়ে দিয়েছে চাইনিজ ব্লকবাস্টার ‘ডিটেকটিভ চায়নাটাউন থ্রি’কে, এ ছবির আয় সাড়ে ৬৮ কোটি ডলার। যার মধ্যে ৩৯.৮ কোটি ডলার এসেছে চীন থেকে।

করোনার কারণে অনেক স্টুডিও বড় সিনেমাকে একই সঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছে। যা নিয়ে হলিউডে অনেক দিন ধরে বিতর্ক চলছে। এখন ‘এফ৯’ দেখিয়ে দিল প্রেক্ষাগৃহের শক্তি।

জাস্টিন লিন পরিচালিত এ ছবিতে ভিন ডিজেলের সঙ্গে যুক্ত হয়েছেন জন সিনা। সঙ্গে আগের কিস্তির বেশির ভাগ তারকা। ছবিটি মে মাসে চীনে মুক্তি পায়। পরের মাসে দেখেন আমেরিকার দর্শকেরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?