অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ২০২০-২১ মৌসুমে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। ক্লাব সতীর্থ এনগোলো কান্তে এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন তিনি।
বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস টুখেল। মেয়েদের ফুটবলে সেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনা অধিনায়ক অ্যালেক্সিয়া পুটেলাস।
প্রতিবারের মতো ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পাশাপাশি বর্ষসেরা ফুটবলার ও কোচেদের নামও ঘোষণা করা হয়।
ইউরো-২০২০ এ খেলা ২৪ দেশের জাতীয় দলের কোচ, ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা দলগুলোর কোচ এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ সাংবাদিকের (উয়েফার প্রতিটি সদস্য দেশের একজন করে) ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছে।
১৭৫ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন জর্জিনহো। ১৬৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ডি ব্রুইন। এনগোলো পেয়েছেন ১৬০ পয়েন্ট। ১৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে লিওনেল মেসি। নবম স্থানে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর পয়েন্ট ১৬।
এদিকে থিবো কোর্তোয়া ও এডারসনকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী এডুয়ার্ড মেন্ডিই সেরা গোলকিপার নির্বাচিত হলেন। দুই চেলসি ডিফেন্ডার সিজার অ্যাজপিলিকুয়েটা, অ্যান্টনিও রুডিগারকে টপকে সেরা ডিফেন্ডার হয়েছেন পর্তুগিজ তরুণ ফুটবলার রুবেন ডিয়াজ।
রবার্ট লেভানডোস্কি ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের আরলিং হালান্ড।