অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। নটিংহাম ও লর্ডসের পর লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডেও সেঞ্চুরি তুলে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। সুবাদে দ্বিতীয় দিন শেষেই ভারতের বিপক্ষে বিশাল লিড পেয়ে গেল ইংল্যান্ড।
বৃহস্পতিবার রুটের ১২১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪২৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত ৩৪৫ রানের লিড জমা পড়েছে স্কোর বোর্ডে।
বুধবার ভারত তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৭৮ রানে।
রুট তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মালানের সঙ্গে যোগ করেন ১৩৯ রান। প্রত্যাবর্তনের টেস্টে মালান খেলেন ৭০ রানের ইনিংস। ওপেনার হাসিব হামিদ ৬৮ ও রবি বার্নস খেলেন ৬১ রানের ইনিংস।
লর্ডসে ভারতের বোলিংয়ে পুড়েছিল ইংলিশরা। কিন্তু বিরাট কোহলির দলের বোলিং লাইনকে এদিন নখদন্তহীন প্রমাণ করেছে ইংলিশ ব্যাটাররা।
মোহাম্মদ শামি ৩ উইকেট নিয়ে দিনের সবচেয়ে সফল বোলার। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।
ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র হওয়ার পর লর্ডস টেস্ট জিতে নেয় সফরকারীরা। এই ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হবে ইংল্যান্ড।