অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। জানুয়ারি পর প্রথমবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এক লাখের বেশি রোগী। এক মেডিকেল কর্মকর্তা জানান, তারা আবারও রোগীর ঢেউয়ের মধ্যে পড়েছেন।
সিএনএন জানায়, অতি সংক্রমণশীল ডেল্টার কারণে এবারের গ্রীষ্মে করোনা বেশি ছড়িয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি, অথচ তখন টিকা সহজলভ্য ছিল না।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের টিকা পরামর্শক কমিটির সদস্য ডা. পল অফিট জানান, গত বছরের চেয়ে আগস্টে পরিস্থিতি বিভিন্ন দিক থেকে খারাপ।
তখন কাউকে টিকা দিতে না পারায় পুরো জনসংখ্যা ঝুঁকিতে ছিল। কিন্তু এবার অর্ধেক মানুষকে টিকা দেওয়া গেলেও পরিস্থিতি খুব খারাপ। তার মতে, ভারতীয় ধরন ডেল্টা করোনার মোড় পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে।
জুনের শেষ থেকে যুক্তরাষ্ট্রে ডেল্টা ভীষণভাবে প্রভাব বিস্তার করছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে ছিল ১ লাখ ৩১৭ জন রোগী। যা গত নয় সপ্তাহ আগের তুলনায় ছয়গুণ বেশি।
রোগীর সংখ্যার লাখের বেশি দেখা গেছে গত নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত। যখন দেশটিতে করোনা সংক্রমণ চূড়ায় ওঠে।
তবে সাম্প্রতিক চিত্র বলছে, অন্যদের তুলনায় পুরোপুরি টিকা নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার কম। ২৫ জুলাইয়ের হিসেবে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ব্যক্তির তুলনায় টিকা না নেওয়াদের আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার হার ৪.৯ ও ২৯.২ গুণ বেশি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০০ মানুষ। যা নয় সপ্তাহ আগের তুলনায় ১৩ গুণ বেশি।