অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। দলের বর্তমান খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়ন করে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। এবার স্প্যানিশ জায়ান্টরা চুক্তি বাড়ালেন কাসেমিরোর সঙ্গে। লস ব্লাঙ্কোসদের সঙ্গে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২০২৫ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কাসেমিরো।আগের চুক্তি অনুযায়ী, রিয়ালের সঙ্গে ২৯ বছর বয়সী তারকার চুক্তি ছিল ২০২৩ পর্যন্ত। নতুন চুক্তিতে আরও দুই বছর বাড়ালেন কাসেমিরো।
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের আগে লুকা মদরিচ, দানি কারভাহাল ও লুকাস ভাজকুয়েজের সঙ্গে চুক্তি নবায়ন করে রিয়াল। গত মৌসুম শেষ হওয়ার আগে তাদের সঙ্গে চুক্তি বাড়ায় লস ব্লাঙ্কোসরা।
এরপর নতুন মৌসুমকে সামনে রেখে করিম বেনজেমা, থিবু কোর্তোয়া ও ফেডে ভালভার্দের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করে রিয়াল। এবার সতীর্থদের দেখানো পথে হাঁটলেন কাসেমিরো।
২০১৩ সালে রিয়ালের সঙ্গে চুক্তির পর দলে জায়গা পাকাপোক্ত করতে বেশ যুদ্ধ করতে হয়েছিল তাকে। ২০১৪/১৫ মৌসুমে কাসেমিরোকে ধারে পাঠানো হয় পর্তুগিজ ক্লাব পোর্তোতে। তবে হুলেন লোপেতেগি কোচ হয়ে বার্নাব্যুতে আসার পর কপাল খুলে যায় তার।
রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৮ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন কাসেমিরো। জিতেছেন মোট ১৪ ট্রফি। তার মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ।