অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। স্ট্রোকের পর হার্টের অপারেশন হয়েছিল ক্রিস কেয়ার্নসের। সফল অস্ত্রোপচার হলেও নতুন আরেক বিপত্তি শুরু হয়েছে তার শরীরে। পা প্যারালাইজড হয়ে গেছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
এক বিবৃতিতে তার পরিবার জানায়, অস্ট্রেলিয়ার এক হাসপাতালে মেরুদণ্ড বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কেয়ার্নসের এখন ‘গুরুত্বপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়া’ শুরু হবে।
শারীরিক অবস্থার অবনতি হলে এই মাসের শুরুতে জরুরি অস্ত্রোপচারের দরকার হয় কেয়ার্নসের। এর জন্য জন্য তাকে সিডনি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
অবশ্য তাতে বেশিদিন থাকতে হয়নি সাবেক কিউই তারকাকে। অস্ত্রোপচারের পর সুস্থতার পথে ছিলেন কেয়ার্নস। ৫১ বছর বয়সী তারকার এখন সুস্থ হওয়ার জন্য লম্বা পথ পাড়ি দিতে হবে।
কেয়ার্নস তার প্রজন্মের সেরা অলরাউন্ডারেদের একজন ছিলেন। ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত কিউইদের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
অবসরের পর টেলিভিশন পণ্ডিত হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন কেয়ার্নস। তার বাবা লেন্স কেয়ার্নসও ১৯৭৪ থেকে ১৯৮৮ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন।