অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ফরাসি ক্লাব পিএসজি। গত আসরের সেমিফাইনালে সিটির কাছে হেরেছিল পিএসজি। পরে সিটিকে হারিয়ে শিরোপা জিতে নেয় চেলসি। পিএসজি এবার লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে।
ফলে সিটি-পিএসজি লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন পেপ গার্দিওলা ও মেসি। বর্তমান সিটি কোচ গার্দিওলা মেসির অন্যতম প্রিয় কোচ। যার অধীনে বার্সায় খেলেছেন মেসি।
এদিকে জোর গুঞ্জন, ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। গুঞ্জন সত্যি হলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মেসি-রোনালদো দ্বৈরথেরও দেখা মিলবে।
ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে হওয়া ড্রয়ে ‘এ’ গ্রুপে পিএসজি ও সিটির সঙ্গী লাইপজিগ ও ক্লাব ব্রুগ। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্তাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে।
দুই বছর আগে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল মেসির পুরোনো দল বার্সেলোনা। এবার গ্রুপ পর্বেই দেখা হবে এই দুই ক্লাবের। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী হয়েছে বেনফিকা ও দিনামো কিয়েভ।
লিভারপুল খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তারা রয়েছে ‘বি’ গ্রুপে। সঙ্গী হিসেবে পেয়েছে এসি মিলান ও পোর্তোকে।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। গত মৌসুমে যাদের বিপক্ষে ইউরোপা কাপে হেরেছিল ইউনাইটেড। ‘এফ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে রয়েছে আতালান্তা ও ইয়াং বয়েজ।
গতবার ‘বি’ গ্রুপে ছিল পড়েছিল রিয়াল মাদ্রিদ, ইন্তার মিলান ও শাখতার। এবার এই তিন দল আছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী মলডোভার প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া শেরিফ তিরাসপুল।
চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর।