অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গতকাল বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত দেড় শতাধিক।
বৃহস্পতিবারের ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে সম্প্রতি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান কর্তৃপক্ষ।
এই হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন। আহত আরও ১৮ জন। এতে নিজেদের ২৮ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। বাকিরা বেসামরিক আফগান। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান সংস্কৃতি কমিশনের সদস্য আবদুল কাহার বলখি বলেছেন, ‘এটা সন্ত্রাসবাদী হামলা।
বিদেশি সেনা উপস্থিতির কারণে এই হামলা হয়েছে। আমরা আর এমন হামলা চাই না। সারা বিশ্বের উচিত এই হামলার নিন্দা জানানো। ’