অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। বিজ্ঞানীরা বলছেন, ২০২০ সাল ইউরোপের ইতিহাসের উষ্ণতম বছর ছিল এবং গত বছরের তাপমাত্রা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পুরো ইউরোপজুড়ে গত বছরের গড় তাপমাত্রা ১৯৮১ সাল থেকে ২০১০ সালের মধ্যকার গড় তাপমাত্রার চেয়ে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আমেরিকান মেটিওরোলজিক্যাল সোসাইটির স্টেট অফ দ্য ক্লাইমেট ২০২০ শিরোনামের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। আর্কটিকের তাপমাত্রাও দ্রুত বাড়ছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে।
১৯০০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সেখানকার জমির তাপমাত্রাও গত বছর সর্বোচ্চ ছিল।এই বছরের শুরুর দিকের কিছু রিপোর্টেও বলা হচ্ছিল যে, ২০২০ সাল ইউরোপের উষ্ণতম বছর এবং বিশ্বব্যাপী তিনটি উষ্ণতম বছরের একটি ছিল।এই নতুন তথ্যে দেখা যায় যে, আগের বছরগুলির তুলনায় ইউরোপের তাপমাত্রার মার্জিন উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
গত বছরের গড় তাপমাত্রা শুধু গত চল্লিশ বছরের গড় তাপমাত্রার চেয়েই বেশি ছিল না বরং এর আগের এক বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রার সব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে এক বছরে গড় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ডের চেয়ে গত বছরের তাপমাত্রা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের সিনিয়র জলবায়ু বিজ্ঞানী ড. রবার্ট ডান বলেন, আগের দীর্ঘ দিনের গড় তাপমাত্রার সঙ্গে গত বছরের গড় তাপমাত্রার যে ফারাক দেখা গেছে তা খুবই উদ্বেগজনক। বিষয়টি নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে। আর শুধু তাপমাত্রাই নয় আমরা গত বছর এবং চলতি বছরেও তীব্র তাপ প্রবাহ এবং দাবানলের মতো চরম সব প্রাকৃতিক দূর্যোগও দেখতে পাচ্ছি। শুধু ইউরোপ নয় বিশ্বজুড়েও নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। ফলে জলবায়ু উষ্ণায়ন নিয়ে পুরো বিশ্বকেই সতর্ক হতে হবে।
মাত্র ২০১৪ সাল থেকে শুরু করে ইউরোপ ইতিমধ্যেই ইতিহাসের উষ্ণতম পাঁচটি বছর দেখে ফেলেছে।এছাড়া পৃথিবীর আর্কটিক অঞ্চলও দ্রুত উষ্ণ হয়ে উঠছে। ২০২০ সালে বরফাবৃত আর্কটিকের গড় তাপমাত্রাও ১৯৮১-২০১০ সালের গড় তাপমাত্রার চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাৎসরিক গড় তাপমাত্রার দিক থেকে যা গত ১২১ বছরের মধ্যে সর্বোচ্চ।