অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে দলের সঙ্গে দেশে ফিরতে পারছেন না পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক। করোনা পজিটিভ হয়েছেন তিনি। তাই আটকে গেছেন জ্যামাইকাতে। আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার আগে দুই দফায় করানো পিসিআর টেস্টে মিসবাহর কোভিড-১৯ পজিটিভ ফল এসেছে। আর এদিনই দলের বাকিরা ফিরে যাচ্ছেন দেশে।
মিসবাহকে আপাতত ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। দলের আর কারো পরীক্ষার ফল পজিটিভ আসেনি।সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান সফরে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান ১-০ ব্যবধানে জেতে। কারণ বাকি তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। টেস্ট সিরিজটি ১-১ ড্র হয়। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।