অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদকে দলে টানল আইপিএল দল পাঞ্জাব কিংস। করোনার কারণে স্থগিত থাকা আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরের বাকি অংশে খেলবেন রশিদ। ৩৩ বছর বয়সী তারকাকে এই প্রথম দেখা যাবে আইপিএলে।
রশিদ পাঞ্জাবে খেলবেন ঝাই রিচার্ডসনের বদলি হিসেবে। আইপিএলের দ্বিতীয় অংশে রিচার্ডসন ও রিলি মেরেডিথকে পাচ্ছে না পাঞ্জাব কিংস। চোটের কারণে নাম তুলে নিয়েছেন তারা।
বদলি ক্রিকেটার হিসেবে নাথান এলিসকে আগেই দলে নেওয়ার কথা জানিয়ে দিয়েছিল পাঞ্জাব কর্তৃপক্ষ। এবার তারা স্কোয়াডের অন্তর্ভুক্ত করল আদিল রশিদকে।রশিদ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন। ইংল্যান্ডের হয়ে ৬২ টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট তার।
পাঞ্জাবে আগে থেকেই আছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান এবং বোলার ক্রিস জর্ডান।আইপিএলে বাকি আছে আরো ৩১ ম্যাচ। আট দলের আসরে পাঞ্জাব আছে টেবিলের ষষ্ঠ স্থানে।