অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষে কোনো জাতীয় দলের কোচ হতে চান পেপ গার্দিওলা। ৫০ বছর বয়সী গার্দিওলা ২০১৬ সালে সিটিতে যোগ দেন। ২০২৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে চুক্তি তার। সেই চুক্তি শেষে গার্দিওলার ইচ্ছে ফুটবল থেকে কিছুদিনের বিরতি নেওয়ার। এরপর কোনো জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে তার।
এই স্প্যানিশ কোচ বলেন, ‘এই দলের সাথে (ম্যানচেস্টার সিটি) সাত বছর কাটানোর পর আমার মনে হয় কিছুদিনের বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। ভবিষ্যতের বিষয়টিও অবশ্য এখানে বিবেচ্য। আর এই ধারায় এখন আমি কোন জাতীয় দলের দায়িত্ব নিতে চাই। হতে পারে সেটা দক্ষিণ আমেরিকান কিংবা ইউরোপিয়ান কোন দলের। তবে আমার ইচ্ছা আছে কোপা আমেরিকার অভিজ্ঞতা অর্জন করা।’
ব্রাজিলিয়ান আর্থিক সার্ভিস প্রতিষ্ঠান এক্সপি ইনভেস্টিমেন্টস আয়োজিত একটি অনলাইন ইভেন্টে গার্দিওলা এসব কথা বলেন। তবে এই দলটি কি ব্রাজিল হতে পারে কিনা এমন সম্ভাবনা অবশ্য আপাতত নাকচ করে দিয়েছেন সিটি বস। তিনি বলেন, ‘আমি মনে করি ব্রাজিল দলের কোচ একজন ব্রাজিলিয়ানই হওয়া উচিত। ব্রাজিল দলে একজন কোন বিদেশি কোচকে আমি খুব একটা কাজ করতে দেখিনি।’