অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, এই মৌসুমে টটেনহামেই থাকছেন তিনি। দলের সাফল্যে শতভাগ উজাড় করে দেওয়াই হবে তার লক্ষ্য। চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি দলে ভেড়াতে চেয়েছিল কেইনকে। ইংলিশ ফুটবল মৌসুম শুরু হয়ে যাওয়ার পরও কেইনের সিটিতে যাওয়ার গুঞ্জন ছিল চরমে। তবে বুধবার ২৮ বছর বয়সী তারকা নিজেই টুইট করে সব গুঞ্জনের ইতি টেনে দিয়েছেন।
কেইন লিখেন, ‘স্পার্স ভক্তদের কাছ থেকে রবিবার পাওয়া সংবর্ধনা এবং গত কয়েক সপ্তাহে আমাকে সমর্থন জানানো কিছু বার্তা পড়ে অবিশ্বাস্য লেগেছে। এই গ্রীষ্মে আমি টটেনহ্যামেই থাকব এবং দলকে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য ১০০ ভাগ উজাড় করে দেব’।
কেইনের টুইটটি পরে রিটুইট করেছে টটেনহ্যাম। লিখেছে, ‘লেটস ডু দিস’। এরপর হ্যাসট্যাগ দিয়ে লিখেছে, ‘ওয়ান অফ আওয়ার ওন’।রবিবার উলভসের বিপক্ষে মৌসুমে প্রথমবারের মতো টটেনহ্যামের হয়ে মাঠে নামেন কেইন। খেলেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।
স্পার্সদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার কেইন। ৩৩৭ ম্যাচে করেছেন ২২১ গোল। টটেনহামের যুব দল থেকে উঠে এসে ক্লাবটির মূল দলে তার অভিষেক হয়েছিল ২০১৪ সালে। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।