অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের প্রথম রাউন্ডে পঞ্চম স্তরের দল ব্রেমের এসভিকে ১২-০ গোলে ডোবাল হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।
তার মধ্যে ৪ গোল করেছেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ম্যাচের অষ্টম মিনিটে বায়ার্নের গোল উৎসব উদ্বোধন করেন তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যামেরুন ফরোয়ার্ড।৮২তম মিনিটে করেন নিজের চতুর্থ গোল। কেবল গোল করে ক্ষান্ত হননি চুপো-মোটিং। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল।
জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। ১২ গোলের মধ্যে বায়ার্ন এক গোল পেয়েছে প্রতিপক্ষের ভুলে। চুপো-মোটিং-মুসিয়ালার পাশাপাশি ২৭তম মিনিটে আত্মঘাতী গোলে স্কোরবোর্ডে নাম লেখা ব্রেমেরের ডিফেন্ডার ওয়ার্ম।
এছাড়া বায়ার্নের স্কোরবোর্ডে নাম লিখিয়েছেন মালিক টিলম্যান, লেরয় সানে, মাইকেল কুইসেন্স, বৌনা সার ও কোরেন্টিন তোলিসো। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে মোট ৩৭টি শট নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে ব্রেমের। ৭৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার নোবিল। সেই সুযোগ নিতে ভুল করেনি বায়ার্ন। শেষদিকে ৪ গোল হজম করে ব্রেমের। এই চার গোলই তারা খেয়েছে ৮০ মিনিট থেকে।গত ২৪ বছরের মধ্যে এটিই বায়ার্নের সর্বোচ্চ ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়ার্ডবার্গকে ১৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মান জায়ান্টরা।