অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়েও অসাধারণ সময় কাটাল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটা তাতে পুরোপুরি নিজেদের করল স্বাগতিকরা।
লর্ডস টেস্টে হতাশার হারের পর বুধবার ঘুরে দাঁড়ানো নৈপুণ্য মেলে ধরে ইংলিশরা। লিডসের হেডিংলি গ্রাউন্ডে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ৭৮ রানে। এরপর নিজেরা ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলে দিন শেষ করে। এখন পর্যন্ত ইংল্যান্ডের লিড ৪২ রানের।ভারতের দলীয় স্কোর যেখানে ৭৮, সেখানে ইংলিশ ওপেনার হাসিব হামিদ একাই ৬০ করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ৫২ রানে অপরাজিত ররি বার্নস।
এর আগে ভারত অ্যান্ডারসনে ছোবলে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর অলি রবিনসন, স্যাম কারেন, ক্রেইগ ওভারটনকেও সামলাতে ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটাররা। তাই ৪০.৪ ওভারেই সমাপ্তি ঘটে দলটির প্রথম ইনিংসের।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হওয়াটা সর্বনিম্ন।এদিন ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রান রোহিত শর্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আজিঙ্কা রাহানে। আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
২২ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় দলটি। কোনো রান যোগ না হতেই ৪ উইকেট পতনেরও ঘটনা আছে এর মধ্যে।অ্যান্ডারসন ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ক্রেইগ ওভার্টন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কারেন ও রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট।সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট ড্র হয়েছিল।