Commando: বিজয় পতাকা ওড়ানোর সেই বিখ্যাত দৃশ্যের নকল করে যুক্তরাষ্ট্রকে উপহাস তালেবান এলিট কমান্ডোর

অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আইও জিমা দ্বীপ দখলের পর মার্কিন নৌ সেনাদের বিজয় পতাকা ওড়ানোর সেই বিখ্যাত দৃশ্যের নকল করে যুক্তরাষ্ট্রকে উপহাস করেছে তালেবানের এলিট কমান্ডো ইউনিট “বদরী ৩১৩ ব্যাটালিয়ন” সদস্যরা। দৃশ্যটির একটি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

মেরিন কর্পস টাইমসের মতে, তালেবানের সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধাদের নিয়ে তাদের এই এলিট কমান্ডো ইউনিটটি গঠন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ইসলামের বিখ্যাত বদরের যুদ্ধের নামে। খবর: নিউ ইয়র্ক পোস্ট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামে সজ্জিত হয়ে তালেবান সেনা সদস্যরা আফগানিস্তানের রাস্তায় টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম এখন তালেবানদের দখলে।

আমেরিকা আফগান সামরিক বাহিনীকে ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে আনুমানিক ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে। মাত্র এক মাস আগেও কাবুলে সাতটি নতুন হেলিকপ্টার সরবরাহ করা হয়েছিল।তালেবানরা আমেরিকার প্রায় ৬ লাখ অ্যাসল্ট রাইফেল, ২ হাজার সাঁজোয়া যান এবং ব্ল্যাক হকসহ ৪০টি যুদ্ধবিমানও জব্দ করেছে।

মার্কিনিদের সামরিক সরঞ্জাম হারানো তালেবানদের জন্য একটি বড় বিজয়।সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স মনিটরের ডেপুটি ডিরেক্টর ইলিয়াস ইউসুফ দ্য হিলকে বলেন, “কোনো সশস্ত্র গোষ্ঠী যখন আমেরিকার তৈরি অস্ত্রশস্ত্র তাদের হাত পায়, তখন এটি এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে উঠে। এটি একটি মনস্তাত্ত্বিক বিজয়”।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?