অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই ব্রাজিলের মাঠে ফিরবে দর্শক।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্টে ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে’।
গত বছর করোনা প্রাদুর্ভাবের পর থেকেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্রাজিলে। তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সীমিত পরিসরে দর্শক ফেরানো হবে। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪জন হলেও ১২ হাজার দর্শক মাঠে বসে দুই চীরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাবেন।