অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। প্রায় দশদিন বন্ধ থাকার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যাংকগুলো পুনরায় খোলা শুরু হয়েছে। বুধবার বিভিন্ন ব্যাংকে প্রচুর মানুষকে টাকা ওঠানোর জন্য ভিড় জমাতেও দেখা গেছে।
তালেবানরা কাবুলের দখল নেওয়ার পর গত ১৫ আগস্ট বিকাল থেকেই সেখানকার আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
প্রথমে মূলত রক্তপাত এবং লুটপাটের ভয়ে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু তেমন কোনো ঘটনা না ঘটার পরও ব্যাংকগুলো নিজেদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় মূলত যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেওয়ার ফলে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলার আটকা পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও আফগানিস্তানকে দেয় ৩৭০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করেছে।