অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে। ২০২৭ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়েই খেলবেন তিনি। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের ক্লাবটি।
এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও ভালভার্দে চুক্তি নবায়নের বিষয়ে একমত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী ৬ মৌসুম অর্থাৎ ২০২৭ সালের জুন পর্যন্ত ভালভার্দে রিয়ালেই থাকছেন’।
২০১৬-১৭ মৌসুমে পেনারল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভালভার্দে। বর্তমান চুক্তির চতুর্থ বছরে তিনি রয়েছেন। এই সময়ের মধ্যে রিয়ালের হয়ে ভালভার্দে ক্লাব বিশ্বকাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন।
মাঝে ২০১৭-১৮ মৌসুমে লা লিগার ক্লাব দেপোর্তিভো লা করুনায় ধারে খেলতে গিয়েছিলেন। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় উরুগুয়ের হয়ে খেলেছেন।