অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে পিএসজিকে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু স্পেনের জায়ান্টদের সেই প্রস্তাবে রাজি হয়নি ফরাসি ক্লাব পিএসজি।
ফরাসি পত্রিকা এল ইকুইপ এই খবর প্রকাশ করেছে। তারা বলছে, পিএসজি ১৬০ মিলিয়নের প্রস্তাব আশা করেনি। তারা ২০০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে বিক্রি করার আশা করেছিল।যে কারণে ওই প্রস্তাব পেয়ে পিএসজি বিস্মিত হয়েছে বলেও জানায় পত্রিকাটি।
পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। তবে সংবাদমাধ্যমে খবর, প্যারিসের ক্লাবের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে। এ অবস্থায় কাতারি মালিকানাধীন ক্লাব পরবর্তী কার্যক্রম শুরু করে দিয়েছে। চলতি গ্রীষ্মেই তারা এমবাপ্পেকে বিক্রি করতে চাচ্ছে।
এর কারণও আছে। পিএসজি যদি এই মৌসুমটি এমবাপ্পেকে রেখে দেয়, তাহলে ১২ মাসেরও কম সময়ের মধ্যে তাকে বিনা ট্রান্সফার ফিতেই ছেড়ে দিতে হবে। তাই চলতি মৌসুমেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে ছেড়ে দিতে চাইছে প্যারিসের ক্লাবটি।তবে সেটা হতে হবে কয়েক সপ্তাহের মধ্যেই। কারণ দলবদলের জন্য আর মাত্র ৬দিন সময় হাতে আছে।
চলতি গ্রীষ্মে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। সাবেক বার্সেলোনা অধিনায়কের অন্তর্ভুক্তি এমবাপ্পের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা উসকে দেয়। যদিও পিএসজি বলেছিল, মেসির আগমন এমবাপ্পের ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে না। তারা এমবাপ্পেকে থেকে যেতে রাজি করাতে পারবে।এমবাপ্পে ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ধারে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। ২০১৮ সালে তিনি চার বছরের চুক্তি করেন ক্লাবটির সঙ্গে।