Proved: অনমনীয় জেদের কাছে বয়স হার মেনে শেষপর্যন্ত মাধ্যমিক পাস করলেন ৪৯ বছর বয়সী এক বিধায়ক

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। ইচ্ছা থাকলে কোন প্রতিবন্ধকতাই পথ আটকাতে পারে না সেকথাই প্রমাণ করে দিলেন ওড়িশার ৪৯ বছর বয়সী এক বিধায়ক। অনমনীয় জেদের কাছে বয়স হার মেনে শেষপর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় পাস করলেন তিনি। মাধ্যমিক শিক্ষা বোর্ড (বিএসই) কর্তৃক পরিচালিত অফলাইন হাই স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।

বিজু জনতা দলের সাংসদ পূর্ণ চন্দ্র সোয়েন ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ছিলেন, যারা অফলাইনে পরীক্ষা দিয়েছিলেন। তিনি ৬৮ শতাংশ নম্বর দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৫০০ নম্বরের মধ্যে তিনি বি ২ গ্রেড সহ মোট ৩৪০ পেয়েছেন।উল্লেখ্য যে, স্বাস্থ্যজনিত কারণে সোয়েন একটি আলাদা ঘরে পরীক্ষা দিয়েছিলেন। বিএসই অনুসারে, ফলাফলের পাসের হার দাঁড়িয়েছে ৮০.৮৩ ।এই বয়সে পরীক্ষা দিয়েও খুব একটা খারাপ ফলাফল করেননি তিনি।

তার রিপোর্ট কার্ড বলছে তিনি ছবি আঁকাতে পেয়েছেন সর্বোচ্চ নম্বর ৮৫,এছাড়াও ওড়িয়া ও সোশ্যাল সায়েন্সে পেয়েছেন ৬০ শতাংশের বেশি নম্বর।এর আগে তিনি অনেকবার মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়েছিলেন কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠেনি।কিন্তু এতদিনের ইচ্ছে এবার পূর্ণতা পেল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?