Hollywood: আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২৫তম বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। হলিউডের ইতিহাসে সবথেকে হিট ফ্র্যাঞ্চাইজি ছবি সিরিজের মধ্যে অন্যতম ‘বন্ড’। এখনও পর্যন্ত এই সিরিজের ২৪টি ছবি মুক্তি পেয়েছে। দীর্ঘদিন আগে সম্পন্ন হয়েছে ২৫তম ছবিটির কাজও। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বারবার পিছিয়ে গেছে এর মুক্তির তারিখ। কেননা অন্যান্যদের মতো বন্ড সিরিজের পরবর্তী ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে নারাজ ছিলেন এর নির্মাতারা।

তবে চমকপ্রদ তথ্য হলো- আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২৫তম বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’। এই নিয়ে চতুর্থবার এই ছবির তারিখ ঘোষণা করা হলো।’নো টাইম টু ডাই’ এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে।

তবে করোনা মহামারির ফলে স্বাভাবিকভাবেই সব পরিকল্পনা ভেস্তে যায়। এরপরের তারিখ ঠিক হয় ২০২০-র নভেম্বর। করোনার প্রকোপ না কমাতে সে তারিখও বাতিল হয়ে যায়। তাছাড়া প্রযোজকদের জেদ ছিল কিছুতেই ‘বন্ড’-কে তারা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে।

সেইমতো এরপরের ধাপে ঠিক হলো ২০২১ এর এপ্রিল। ভাগ্য এবারও খারাপ। করোনা আবহে তখনও খোলা হয়নি প্রেক্ষগৃহের দরজা। শেষমেশ আগামী অক্টোবরের ৮ তারিখে মুক্তি পেতে চলেছে বন্ড সিরিজের এই ২৫তম ছবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?