অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। আফগানিস্তানের ৫০ জনের বেশি নারী ফুটবলার ও অ্যাথলেটকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর আফগান নারী ফুটবলারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। তাদের কথা চিন্তা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও প্রফেশনাল ফুটবলারদের ফেডারেশন ফিফপ্রোর অনুরোধে একটি ফ্লাইটের মাধ্যমে আফগান নারী ফুটবলাদের নিজ দেশে নিয়ে যায় অস্ট্রেলিয়া।
তার জন্য এক বিবৃতিতে ফিফপ্রো কৃতজ্ঞতা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকারের প্রতি।বিবৃতিতে বলা হয়, বিদেশে আফগান নারী ফুটবলারদের স্থায়ী করার জন্য এখন কাজ করা প্রয়োজন।এবিসি-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে ফিফপ্রো জানায়, ৫০ জনেরও বেশি অ্যাথলেটকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওসব তরুণীদের মধ্যে রয়েছে অ্যাথলেট এবং অ্যাকটিভিস্ট। ওরা বিপজ্জনক অবস্থায় ছিল। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ।’
ফিফপ্রো আরও জানায়, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, তাদের প্রয়োজনীয় সহায়তার যেন নিশ্চয়তা পায় তারা। এখনো আফগানিস্তানে অনেক অ্যাথলেটের জীবন ঝুঁকির মধ্যে আছে এবং তাদের সহায়তা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত।’তালেবানরা কাবুল দখলের পর অনেক আফগান ক্রীড়াবিদ আত্মগোপনে চলে গেছে।