Diplomatic: মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ জন্য মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামজান লামামরা।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, মূলত পশ্চিম সাহারাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশক ধরে টানাপোড়েন চলছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের লামামরা বলেন, আজ থেকে কিংডম অব মরক্কোর সঙ্গে আলজেরিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলেন, মরক্কো কখনো আলজেরিয়ার বিরুদ্ধে বৈরী আচরণ বন্ধ করেনি। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দেশ দুটির কনস্যুলেট খোলা থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজা ষষ্ঠ মোহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে আলজেরিয়া জানায়, ভয়াবহ দাবানলের পেছনে মরক্কোর সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে।

ভীষণ তাপপ্রবাহের মাঝে ৯ আগস্ট ছড়িয়ে পড়া দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়। কমপক্ষে ৯০ জন মানুষ মারা যায়, যাদের মধ্যে ৩০ জনের বেশি সেনা সদস্য।

আরও কিছু কর্মকাণ্ডের জন্য সশস্ত্র দল মুভমেন্ট ফর সেলফ-ডিটারমিনেশন অব কাবিলি (এমএকে)-কে দায়ী করে আলজেরিয়া। যার জন্য রাবাতকে সমর্থনের কথা বারবার বলে এসে আলজিয়ার্স।

গত সপ্তাহে এক বিবৃতিতে বলা হয়, আলজেরিয়ার বিরুদ্ধে মরক্কোর অব্যাহত প্রতিকূল কর্মকাণ্ডের কারণে দুই দেশের সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজন পড়েছে।

এমনও বলা হয়, মরক্কোর সঙ্গে ‘পশ্চিম সীমান্তে নিরাপত্তা নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে’। ১৯৯৪ সাল থেকে আলজেরিয়া ও মরক্কোর সীমান্ত বন্ধ রয়েছে।

পশ্চিম সাহারার স্বাধীনতর পক্ষে পরিচালিত পোলিসারিও আন্দোলনকে সমর্থন করে আলজেরিয়া। তবে এ অঞ্চলকে নিজেদের অংশ বলে মনে করে মরক্কো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?