Cricket: শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ১০৯ রানে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে ১-১ ব্যবধান সমতায় ফিরল সফরকারীরা।

এই জয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ২১ বছরের এক রেকর্ড অক্ষুণ্ন রাখল পাকিস্তান। উইন্ডিজ নিজেদের মাটিতে পাকিস্তানিদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০০ সালে।

২০০০ ও ২০১১ সালের পর এবার ২০২১—  এই নিয়ে তিনবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টে প্রথম ম্যাচ জিতেও সিরিজ জিততে পারল না উইন্ডিজ।

জ্যামাইকার কিংস্টনে এবারও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল স্বাগতিকেরা। এক উইকেটের নাটকীয় জয়ে স্বপ্ন দেখছিল সিরিজ জয়ের।

কিন্তু একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। টসে হের ব্যাটিংয়ে নামা পাকিস্তান ফাওয়াদ আলমের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩০২ রান নিয়ে। তার মধ্যে দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে।

প্রথম ইনিংস শুরু করে উইন্ডিজ অলআউট হয় ১৫০ রানে। পাকিস্তান ৬ উইকেটে ১৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩২৯ রান।

চতুর্থদিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করা ক্যারিবীয়রা চাপে পড়ে ওইদিনই। পাহাড়সম রান তাড়া করতে নেমে পঞ্চমদিনে ফের শাহীন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে তারা। জেসন হোল্ডার যা একটু লড়াই করতে পেরেছিলেন। স্কোরবোর্ডে ২১৯ রান জমা হতেই সব উইকেট হারিয়ে বসে উইন্ডিজ।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি। এর আগে প্রথম ইনিংসে তিনি একাই নেন ৬ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন আফ্রিদি। সিরিজ সেরাও হয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩০২/৯ ডি. (১১০ ওভার): ফাওয়াদ ১২৪*, বাবর ৭৫; রোচ ৩/৬৮, সিলস ৩/৩১

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৫০/১০ (৫১.৩ ওভার): বোনার ৩৭, ব্ল্যাকউড ৩৩; আফ্রিদি ৬/৫১, আব্বাস ৩/৪৪

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬ ডি. (২৭.২ ওভার): বাট ৩৭, বাবর ৩৩; জোসেফ ২/২৪, হোল্ডার ২/২৭

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২১৯/১০ (৮৩.২ ওভার): হোল্ডার ৪৭, ব্রাথওয়েট ৩৯; আফ্রিদি ৪/৪৩, আলী ৩/৫২

ফল: পাকিস্তান ১০৯ রানে জয়ী।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?