অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। ভারতে করোনা পরিস্থিতি এখন এন্ডেমিক নয় এন্ডেমিসিটির পর্যায় রয়েছে। এমনটাই অভিমত প্রকাশ করলেন হু এর মুখ্য বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন।তবে স্বামীনাথন এও জানিয়েছেন এন্ডেমিসিটির অর্থ কিন্তু এই নয় যে ভারত থেকে করোনা বিদায় নিয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হু এর প্রধান বিজ্ঞানী উদাহরণ স্বরূপ ভারতের মত সুবিশাল দেশের প্রসঙ্গ তুলে ধরেন।
ডঃ স্বামীনাথন আরও বলেন যখন কোনও ভাইরাস, একটি দেশে নির্দিষ্ট কিছু জনসংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং সংক্রমণের সংখ্যা মাঝারি থেকে কমের দিকে হয়, তখন তাকে এন্ডেমিক বলা হয়। কোনও মহামারীতে এই এন্ডেমিক পর্যায়ে এসেই জনসাধারণ ভাইরাসকে নিয়েই চলতে শিখে যায়। ভারতও এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে।
কিন্তু তার অর্থ এই নয় যে ভারত থেকে করোনা বিদায় নিয়েছে। ভারতের মত সুবিশাল দেশে বিশাল সংখ্যক জনসংখ্যা।বিভিন্ন স্থানে কোথাও হয়ত প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সেভাবে পড়েনি। কোথাও আবার সেই টিকাকরণ সম্পূর্ন হয়নি। তাই কোনভাবেই ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।