অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন অ্যান্ডি রবার্টসন। ২০২৬ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই লেফট-ব্যাক। ২০১৭ সালের জুলাইয়ে প্রাথমিক চুক্তিতে ৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেন ২৭ বছর বছর বয়সী স্কটল্যান্ড অধিনায়ক। অলরেডদের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৭ ম্যাচ খেলেছেন তিনি।ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফাবিনহো, অ্যালিসন ও ভার্জিল ফন ডাইকের পর লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়ালেন রবার্টসন।
চুক্তি নবায়নের পর স্কটিশ ডিফেন্ডার বলেন, ‘যত দীর্ঘ সময় সম্ভব আমি এই ক্লাবে থাকতে চাই। এখানে আমি ও আমার পরিবার সুখে আছি। আমরা এখানে স্থায়ী হয়েছি। এই ফুটবল ক্লাবের সবকিছু আমি পছন্দ করি এবং তাদের অভিযানের অংশ হতে পেরে আমি আনন্দিত।’লিভারপুলের হয়ে রবার্টসন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, ফিফা বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন।
তবে রবার্টসনের এই মৌসুম শুরু হয়েছে গোড়ালির চোট নিয়ে। প্রাক-মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লিগামেন্টে চোট পান তিনি। যার ফলে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলের প্রথম দুই ম্যাচে নরউইচ সিটি ও বার্নলির বিপক্ষে জয়ের ম্যাচে মাঠে নামতে পারেননি রবার্টসন।
অলরেডদের হয়ে খেলতে না পারলেও আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের স্কোয়াডে আছেন তিনি।অন্যদিকে ইতালিয়ান রাইট-ব্যাক ডেভিড জাপাকস্তা চেলসি ছেড়ে ফিরেছেন সিরি’আর দল আতালান্তায়।এর আগেও ইতালিয়ান ক্লাবটিতে খেলেছেন ২৯ বছর বয়সী তারকা। ২০১৫ সালে আতালান্তা ছেড়ে তিনি যোগ দেন তোরিনোতে। সেখান থেকে ২০১৭ সালে আসেন স্টামফোর্ড ব্রিজে।ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ খেলে এক গোল করেছেন জাপাকস্তা। চেলসির সঙ্গে চুক্তি থাকাকালীন তিনি ধারে খেলেন অন্য দুই ইতালিয়ান ক্লাব জেনোয়া ও রোমায়।