অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ক্রিশ্চিয়ান এরিকসেনের জীবন বাঁচানো চিকিৎসকরা। এই পুরস্কার পাচ্ছেন ডেনমার্ক অধিনায়ক সিমন কেয়ারও।মাস দুুয়েক আগে মৃত্যুর দুয়ার থেকে ফেরেন এরিকসেন। ১২ জুন কোপেনহেগেনে ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এরিকসেনের। ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়েন তিনি।
এই সময় ড্যানিশ অধিনায়ক কেয়ার ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন এরিকসেনকে। পরে সতীর্থ ও মাঠে থাকা চিকিৎসকদের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
ইন্টার মিলান মিডফিল্ডারের সুস্থতায় প্রার্থনায় বসে পক্ষ-বিপক্ষসহ পৃথিবীর প্রত্যেক প্রান্তের ফুটবল সমর্থকেরা। ফুটবল ঈশ্বর তার ভক্তদের নিরাশ করেননি। মৃত্যুর দুয়ার থেকে ফেরেন এরিকসেন। ওই ম্যাচে অবশ্য হেরে যায় ডেনমার্ক।
এরিকসেনের কার্ডিয়াক অ্যারেস্টের পর কঠিন পরিস্থিতিতে মাঠে ‘অসাধারণ নেতৃত্ব গুণ’ দেখান কেয়ার। এবার তারই স্বীকৃতি পাচ্ছেন ড্যানিশ অধিনায়ক।ওই সময় সুস্থতার পর মেডিকেল দলকে ধন্যবাদ জানান এরিকসেন। ইন্টার তারকা বলেন, ‘আপনারা অসাধারণ কাজ করেছেন এবং আমার জীবন বাঁচিয়েছেন।’
সেই সঙ্গে বন্ধু কেয়ারকে ধন্যবাদ জানান সাবেক টটেনহাম তারকা, ‘বড় ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু-অধিনায়ক কেয়ার এবং আমার ড্যানিশ সতীর্থদের।’