অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। চীনের ছাত্রদের ছোটবেলা থেকে শি জিনপিংয়ের মতাদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে দেশটির জাতীয় পাঠ্যক্রম। প্রেসিডেন্টের রাজনৈতিক মতাদর্শ অন্তর্ভুক্ত করা হচ্ছে পাঠ্যবইয়ে।
নতুন নির্দেশিকা অনুযায়ী কিশোর-কিশোরীদের মার্ক্সবাদে বিশ্বাসী করতে ‘শি জিনপিং চিন্তাধারা’ সাহায্য করবে জানায় চীনের শিক্ষা মন্ত্রণালয় (এমওই)। একেবারে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মতাদর্শ থাকছে পাঠ্যবইয়ে।
ক্ষমতায় থাকা চাইনিজ কমিউনিস্ট পার্টি তাদের শাসন সমাজের বিভিন্ন এলাকায় দৃঢ় করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এটি সর্বশেষ প্রচেষ্টা।
এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের লক্ষ্য সমাজতন্ত্রের নির্মাতা ও উত্তরাধিকারীদের নৈতিকতা, বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নান্দনিক ভিত্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
কঠোর-কর্ম স্পৃহার জাগ্রত করার জন্য এই নির্দেশিকায় শ্রম শিক্ষাও অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত শিক্ষাও।
২০১৮ সালে, চীনের সংবিধানেও ‘শি জিনপিং মতাদর্শ’ অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকে, দেশটির কিছু বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক যুব শাখাগুলো এবং স্কুলে অতিরিক্ত শিক্ষা কার্যক্রম হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।