অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিংয়ে আগুন ঝরিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানকে সমতায় ফিরিয়ে সিরিজ সেরাও হয়েছেন আফ্রিদি। সেই সঙ্গে সর্বশেষ প্রকাশিত টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী পেসার।
৭৮৩ পয়েন্ট নিয়ে ১০ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন আফ্রিদি। পাকিস্তানিদের মধ্যে একমাত্র বোলার হিসেবে র্যাঙ্কিংয়ের সেরা দশে আছেন তিনি।জ্যামাইকায় সিরিজের দুই টেস্ট মিলিয়ে ১৮ উইকেট নিয়েছেন আফ্রিদি। যা দ্বিতীয় স্থানে থাকা পরের বোলার জেইডেন সিলসের চেয়ে ৭ উইকেট বেশি। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে ক্যারিয়ার সেরা ৯৪ রানে ১০ উইকেট নেন তিনি। তার বোলিং নৈপুণ্যে সাবিনা পার্কে পাকিস্তান শেষ ও দ্বিতীয় টেস্ট জিতে নেয় ১০৯ রানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার স্বদেশি বাবর আজমের। সাত ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক।বড় লাফ দিয়েছেন ফাওয়াদ আলমও। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে ৩৪ ধাপ এগিয়ে ২১তম স্থানে বসেছেন তিনি।