অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। আমেরিকানরা আফগানিস্তানের দক্ষ লোকদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে অভিযোগ করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ৩১ আগস্টের পর আর একদিনও সময় বাড়ানো হবে না।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমেরিকানদের জন্য ফিরে যাওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না।
তালেবানের এই মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের আমাদের দক্ষ লোকদের ভাগিয়ে নেওয়া বন্ধ করা উচিত। আর ৩১ আগস্টের মধ্যেই তাদেরকে আফগানিস্তান ছাড়তে হবে। এই সময়সীমা আর একদিনও বাড়ানো হবে না।
তার আরো অভিযোগ, আমেরিকানরা আমাদের ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে।মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে তালেবানের বৈঠক হয়েছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও দাবি করেছেন জাবিউল্লাহ মুজাহিদ। তবে তিনি এমন কোনো বৈঠক আদৌ হয়েছে কি হয়নি সে সম্পর্কে কিছু বলেননি।
ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার এক প্রতিবেদনে দাবি করে যে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে সোমবার একটি গোপন বৈঠক করেছেন।