অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাদানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। দেশটি প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৭৪ দশমিক ০১ শতাংশকেই টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।রবিবারের পরিসংখ্যানের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, জানুয়ারিতে টিকা কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ৮ কোটি ৮৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রায় ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৯ লাখ মানুষ টিকা পেয়েছে। এদের মধ্যে ৩ কোটি ৫০ লাখ মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছে। এছাড়া ৭৬ লাখ মানুষকে তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়া হয়েছে।এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৭৪ দশমিক ০১ শতাংশ করোনার অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।
এদিকে সোমবার থেকে ১৫ বছর ও তদূর্ধ্ব সব নাগরিকদের টিকার আওতায় আনার কর্মসূচি শুরু করেছে তুরস্ক। এছাড়া দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে।এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তুরস্কে আরও ১৮ হাজার ৬২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২০৬ জন।