অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার সঙ্গে সঙ্গেই দেশটির সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়। এরপর মাত্র গত এক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য ৫০% বেড়েছে। খবর: খামা প্রেস।
আফগানিস্তানের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলেছে, ট্রানজিট নিয়ে সমস্যা থাকা সত্ত্বেও গত এক সপ্তাহের মধ্যেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য আগের চেয়ে ৫০% বেড়েছে। কারণ দেশের স্থল বন্দর এবং সীমান্তগুলো এখন তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে।
চেম্বারের ডেপুটি খান আলোকোজাই বলেছেন, ব্যাংক বন্ধ থাকায় ট্রানজিট সেক্টরের সমস্যার এখনো সমাধান হয়নি। তবে আফগানিস্তান থেকে রপ্তানি এবং পাকিস্তান থেকে আমদানি বেড়েছে।
আফগানিস্তানের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর সদস্যরা ২৩ আগস্ট, সোমবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে। ওই বৈঠকে প্রাইভেট সেক্টরের সমস্যাগুলো তুলে ধরা হলে তালেবানরা সেগুলোর সমাধান করার প্রতিশ্রুতি দেয়।ইরান জানিয়েছে, তালেবানরা বলার পর তারাও আফগানিস্তানে তেল ও গ্যাস রপ্তানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর সঙ্গে সোমবারের বৈঠকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে এবং নিজেদের তৈরি করা স্কিমগুলো বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
ওদিকে, তালেবানরা আফগানিস্তান থেকে সকল ধরনের ধাতব পদার্থ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তালেবানদের অভিযোগ, দেশের কল-কারখানা এবং কোম্পানিগুলোতে বিভিন্ন ধাতব পদার্থের ব্যাপক চাহিদা রয়েছে। অথচ সেগুলো অনেক কম দামে বিদেশে রপ্তানি করা হচ্ছে, বিদেশিরা ন্যায্য মূল্য দিচ্ছে না।