অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। একজন অর্থমন্ত্রী, একজন গোয়েন্দা প্রধান, একজন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকে একজন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। নতুন অর্থমন্ত্রীর নাম গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সদর ইব্রাহিম আর নাজিবুল্লাহ গোয়েন্দা প্রধান।মোল্লা শিরিন কাবুলের গর্ভনর ও হামদুল্লাহ নোমানি রাজধানীর মেয়র হচ্ছেন।
এছাড়া হাজি মোহাম্মদ ইদ্রিস নামের একজনকে কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ইদ্রিস তালেবানের অর্থনৈতিক কমিশনেরও প্রধান। সম্ভাব্য অর্থনৈতিক দূর্যোগ মোকাবিলার জন্য তড়িঘড়ি করে এই নিয়োগ দেওয়া হল।
দেশটির এটিএম বুথগুলোতে টাকা শেষ হয়ে আসছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে চলেছে। গত এক সপ্তাহে রুটি ও ভোজ্য তেলের দাম বেড়েছে ৩৫%। যার ফলে দেশটি খুব দ্রুতই বড় ধরণের অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান কাবুল দখলের পর এখনও একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারেনি, ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারহীন অবস্থায় রয়েছে আফগানিস্তানের পৌনে চার কোটি মানুষ।আগের চেয়ে অনেকটাই বদলে যাওয়ার ইঙ্গিত দিয়ে তালেবান অন্য সবাইকে নিয়েই সরকার গঠন করতে চাইছে।
সেই লক্ষ্যে প্রভাবশালী বিভিন্ন আফগান নেতাদের সঙ্গে তালেবান নেতাদের বৈঠকও চলছে। তবে নানা গোত্র আর উপদলে বিভক্ত আফগানিস্তানে তা করতে গিয়েও বেশ বেগ পেতে হচ্ছে তালেবানদের।