Sunny Leone: ‘কী করে তোকে বলব’- সানি লিওনের সঙ্গে রোমান্সে মেতে ওঠলেন দেব

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। বিচারকের আসনে বসে আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রনায়ক দেব, বলিউড অভিনেত্রী সানি লিওন। অন্যদিকে আরেক বিচারক উচ্ছ্বসিত কণ্ঠে বলতে থাকেন—এ পর্যায়ে একটি রোমান্টিক মুহূর্তে হবে না তাই কি হয়! উপস্থিত সবাই করতালি দিয়ে তার কথায় সহমত পোষণ করেন। এরপরই বেজে উঠে ‘কী করে তোকে বলব’গানটি। আর তার সঙ্গে বাহারি আলোয় সজ্জিত মঞ্চে নাচতে শুরু করেন দেব ও সানি লিওন।

বলছি, টেলিভিশন রিয়্যালিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র-২’ -এর গ্র্যান্ড ফিনালের কথা। এই মঞ্চে দেব তার অভিনীত সিনেমার গানে সানি লিওনের সঙ্গে রোমান্সে মেতে ওঠেন। এ জুটির পারফরম্যান্স দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সকলে। রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। তাতে উপস্থিত হয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন।

সানি লিওন প্রসঙ্গে দেব বলেন—‘সানির নাম শুনলে ভালো-খারাপ সব রকম বিষয় মাথায় আসে। কিন্তু সত্যি বলছি, উনি দুর্দান্ত একজন মানুষ। যেকোনো মানুষের পরিচয় তার ব্যবহারে। সানির ব্যবহার খুব আকর্ষণীয়।’ গতকাল কলকাতায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল সানি লিওনের। তা জানিয়ে দেব বলেন, ‘ফ্লাইটের সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছাতে পারেননি সানি। তবে সেটে এসেই সবার কাছে ক্ষমা চেয়ে নেন।’

রোববার ইনস্টাগ্রামে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র-২’-এর নানা মুহূর্ত পোস্ট করেন সানি লিওন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। আর দেবের সঙ্গে বিচার পর্ব সারতে পেরে ভালো লাগছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?