অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। লিভারপুল ছেড়ে ৯.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিলেন সুইস প্লে-মেকার জারদান শাকিরি। লিগ ওয়ান ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ২৯ বছর বয়সী তারকা।
২০১৮ সালে স্টোক সিটি থেকে ১৩ মিলিয়ন পাউন্ডে বিনিময়ে লিভারপুলে যোগ দেন শাকিরি। কিন্তু অ্যানফিল্ডে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। গত মৌসুমে কোচ ইউর্গেন ক্লপের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র পাঁচ ম্যাচে মাঠে নামার সুযোগ হয় তার।
চলতি মৌসুমে অলরেডরা ইতিমধ্যে দুই ম্যাচে খেলে ফেললেও শাকিরির খেলার সুযোগ হয়নি।অনিয়মিত হলেও বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের সাবেক উইঙ্গার লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
এই মৌসুমে অ্যানফিল্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে গেলেন শাকিরি। এর আগে অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিএসজিতে যোগ দেন গিওর্গিনিও ভাইনালদাম।
সুইজারল্যান্ডের হয়ে ৯৬ ম্যাচ খেলেছেন শাকিরি। দেশের হয়ে গত ইউরো কাপেও দেখা গেছে তাকে। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। তার মধ্যে ৬ গোল আসে অ্যানফিল্ডে নিজের প্রথম মৌসুমেই।