অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেলেই ব্যাট-বল হাতে জ্বলে উঠতেন ইয়ান বোথাম। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে মাঠে অজিদের ধ্রুপদি দ্বন্দ্ব এখন কিংবদন্তিতুল্য।
সেই ‘লর্ড বোথাম’কেই অস্ট্রেলিয়ায় বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য।ব্যারোনেস হোয়ি এবং আরও বেশ কয়েকজন সাংসদের সঙ্গে নতুন নিয়োগ পেলেন ৬৫ বছর বয়সী সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১০ জন নতুন বাণিজ্য দূত নিয়োগ দিল যুক্তরাজ্য। যার একজন বোথাম।
সাবেক এই ক্রিকেটারকে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিজ ট্রাস।
ব্যারোনেস হোয়িকে নিয়োগ দেওয়া হয়েছে ঘানায়। আরেক সাংসদ স্টিফেন টিমসকে সুইজারল্যান্ড ও লিংখেস্টাইনে নিযুক্ত করা হয়েছে। সাংসদ স্যার জেফরি ডোনাল্ডসন যাচ্ছেন ক্যামেরুনে। মিশরের বাণিজ্য দূত হিসেবেও কাজ করবেন তিনি।
সাংসদ ডেভিড মান্ডেল নিয়োগ কাজ করবেন নিউজিল্যান্ডে। সাংসদ মার্ক ইস্টউড পাকিস্তান এবং সাংসদ মার্কো লঙ্গিকে ব্রাজিলের বাণিজ্য দূত করা হয়েছে। কানাডায় নিয়োগ পেয়েছেন সাংসদ কনর বার্নস। লর্ড ওয়ালনি কাজ করবেন তানজানিয়ায়। সাংসদ ফেলিসিটি বুচানকে নিয়োগ দেওয়া হয়েছে আইসল্যান্ড ও নরওয়েতে।
ইয়ান বোথাম ১৯৭৭ থেকে ১৯৯২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০২টি টেস্ট খেলেছেন। তিনি যুক্তরাজ্যের ক্রীড়া উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ব্রেক্সিটের একজন বিশিষ্ট সমর্থক হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটে অবদানের জন্য ২০০৭ সালে নাইট উপাধি পান।
১৯৮১ সালে বোথামের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড। মাঠে সতীর্থদের উজ্জীবিত করার ওই মুহূর্ত এখনো বিখ্যাত হয়ে আছে ক্রিকেট ইতিহাসে। অবসরের পর, ক্রিকেট ধারাভাষ্যকার ও নিজের নামে ওয়াইন লেভেল বাজারে ছাড়েন তিনি।