Divorces: তিন তালাক আইনের ফলে সব থেকে বেশি ভুগতে হচ্ছে মহিলাদেরই, জানতে হলে পড়ুন

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। কেন্দ্রীয় সরকার গর্ব করে দাবি করে থাকে, তাদের তিন তালাক আইনে মুসলিম মহিলারা অধিকার ফিরে পেয়েছে। আত্মমর্যাদা ফিরে পেয়েছে। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন।

‘ইন্ডিয়া টু’ডে’নামে একটি মিডিয়া হাউজ তাদের পোর্টালে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা লিখেছে, তিন তালাক আইনের ফলে সব থেকে বেশি ভুগতে হচ্ছে মহিলাদেরই। নিজেদের রিপোর্টের স্বপক্ষে যুক্তি পেশ করতে গিয়ে তারা বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই আইন কার্যকরী হওয়ার পর শুধু হায়দরাবাদেই তিন তালাক সংক্রান্ত ৫০টি মামলা হয়েছে। সবকটি মামলাই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যেই সংঘটিত হয়েছে। মামলাগুলিতে দেখা গিয়েছে, মহিলাদেরই সব থেকে বেশি বিপদে পড়তে হয়েছে

প্রতিবেদনে তিন সন্তানের জননী এক মহিলার কথা তুলে ধরা হয়েছে। ওই মহিলা তালাক আইনে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা করেছিলেন। গার্হ্যস্থ হিংসা, খোরপোশ, পণ ও হেনস্থা, মোট চারটি মামলা লড়ছেন তিনি।

ওই মহিলা সংশ্লিষ্ট মিডিয়া হাউজকে জানিয়েছেন, ‘অনেক মামলা আদালতে ঝুলে রয়েছে। আমরা শুধু আদালতে চক্কর কাটছি। তিন তালাক মামলা আমাদের স্বামীদের জেলে পুরে দিয়েছে, যা আমাদের পরিস্থিতিকে খুব জটিল করে তুলেছে।’

স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগে মামলা করা আর এক মহিলা জানিয়েছেন তিনিও একই পরিস্থিতির শিকার। ওই মহিলার কথায়– ‘আদালত চত্বরে ঘুরপাক খেতে খেতে রোজ হয়রান হতে হচ্ছে।

অনেকদিন ধরে মামলা চলছে। আইনজীবী ও আদালতের খরচ চালাতেই জেরবার হতে হচ্ছে। স্বামী তবু জেলে খাবার পাচ্ছে। আমাদের তো অনাহারে মরতে হচ্ছে।’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?