অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। দিল্লির নিজামুদ্দিন মার্কাযের একাংশ জুড়ে রয়েছে থাকার ঘর। সেই ঘরে তালা দেওয়া। চাবি পুলিশের কাছে। তাবলিগি জামাতের প্রধান মাওলানা মুহম্মদ সা’দের মা সেই ঘরে থাকতে পারছিলেন না। সোমবার দিল্লি হাইকোর্ট নিজামুদ্দিনের আবাসন অংশের চাবি মাওলানা সা’দের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে যাতে মাওলানার মা সেখানে পুনরায় বসবাস করতে পারেন।
তবে, মার্কাযের অন্যান্য অংশে যেতে মাওলানার মাকে আপাতত নিষেধ করেছে আদালত। নিজামুদ্দিন মার্কাজের মধ্যে রয়েছে একটি মসজিদ, একটি মাদ্রাসা ও বসবাসের জায়গা। গত বছর তাবলিগি জামাতের সমাবেশকে ঘিরে মামলা দায়ের হওয়ায় এতদিন তালা দেওয়া ছিল এখানে।
বিচারপতি যোগেশ খান্না পুলিশকে বলেন, ”আপনি কোন ধারা চাপিয়ে রেখেছেন এখানে? আপনারা মূলত বলছেন ৬০ ও ৩(১০) ধারার কথা। কিন্তু ৬০ ধারা আলাদা। কোনও জায়গা সংরক্ষিত রাখার অর্থ এই নয় যে তাকে তালা দিয়ে রাখতে হবে। আপনারা ছবি তুলুন, অন্যান্য যা দরকার করুন, তারপর সেখান থেকে চলে যান।” আদালত আরও জানিয়েছে যে, নিজামুদ্দিন মার্কাযের বিরুদ্ধে মামলা ছিল যে সেখানে লোক বাস করছিল।
এখান থেকে কী উদ্ধার করা হয়েছে? আদালতের পর্যবেক্ষণ, মার্কাযে যারা ছিলেন তাদের নিজের বাড়ি ছাড়া অতিথিশালা বা অন্যত্র থাকার অনুমতি আমরা দিতে পারি না।” মার্কাযের আবাসন অংশ সিল করে দেওয়ার বিরুদ্ধে লোয়ার আদালতে আগেই গিয়েছিলেন মাওলানা সা’দের মা খালিদা। গত বছর এক ম্যাজেস্টেরিয়াল আদালত তাঁর আবেদনকে গ্রহণ করলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে ও সেশন আদালত স্থগিতাদেশ দেয়। এরপরই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।