Corona: বিশ্বে করোনায় মারা গেছে ৪৪ লাখ ৫৩ হাজার ৯৫৪ জন, আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার দেড় বছরের বেশি সময় পার হলেও করোনার দাপট খুব একটা কমেনি। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এখনো অনেক দেশে বহাল আছে লকডাউন বা চলাচলে আনা হয়েছে বিধিনিষেধ।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত সাড়ে ৪৪ লাখ পেরিয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার বেলা ১১টার দিকে জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৮৮১ জন মানুষ। মারা গেছে ৪৪ লাখ ৫৩ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৯ লাখ ১ হাজার ৭০৫ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। মারা গেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন।৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৩৫ হাজার ৫০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬৭ লাখ ৬৬ হাজার ৫৪১ জন ও মারা গেছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ জন।তালিকার পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মোট ৬৬ লাখ ২৪ হাজার ৭৭৭ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ১৩ হাজার ৪১৯ জন।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে সোমবার বিকেলে জানানো হয়, দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মারা গেছে ২৫ হাজার ৩৯৯ জন। আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?