অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। তালেবানদের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তা হবে অর্থহীন, এমন মন্তব্য করে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তালেবানদের ওপর অর্থনৈতিক নিষধাজ্ঞা না দেওয়ার আহবান জানিয়েছে। চীন বলেছে, তালেবানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের ইতিবাচক উন্নয়নে সহযোগিতার সুযোগ নেওয়া।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের পরিস্থিতির ইতিবাচক দিকে উন্নয়নে সাহস যোগানো এবং উতসাহিত করা। দেশটির শান্তিপূর্ণ পুনর্গঠন, জনগণের জীবন মানের উন্নয়ন এবং স্বাধীনভাবে বিকশিত হওয়ার সক্ষমতা অর্জনেই এখন আমাদের কাজ করা উচিত।”
তিনি বলেন, “প্রতিটি পালায় শুধু নিষেধাজ্ঞা আরোপ আর চাপ প্রয়োগ করলে সমস্যার কোনো সমাধান তো হবেই না বরং তা আরো বাড়বে।”বেইজিং কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে এবং তালেবানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।