অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, মুখের কথা দিয়ে নয় বরং কাজ দিয়েই মূল্যায়ন করা হবে আফগান তালেবানকে। আফগান সংকট নিয়ে মঙ্গলবার অনুষ্ঠেয় জি-সেভেনের এক জরুরি সম্মেলনের আগের দিন সোমবার তিনি এই মন্তব্য করেছেন। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জি-সেভেন ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আফগান জনগণের পাশে থাকার এবং উদ্বাস্তুদের প্রতি মানবিক সহায়তা বাড়ানোর আহবান জানাবেন।
এ ছাড়া তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি যুক্তরাজ্যের সঙ্গে তাল মিলিয়ে অসহায় আফগানদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে এবং মানবাধিকার রক্ষায় কাজ করতেও আহবান জানাবেন।
বরিস জনসন বলেন, “সবার আগে আমরা আফগানিস্তান থেকে আমাদের নাগরিকদের এবং যেসব আফগান গত ২০ বছর ধরে আমাদের সহায়তা করেছে তাদের উদ্ধার করে নিয়ে আসব। তবে এরপরে আমাদের সবাইকে মিলে একটি আন্তর্জাতিক সম্প্রদায় হিসাবে দীর্ঘ মেয়াদে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে যাতে আফগান সংকটের একটি সুষ্ঠু সমাধান করা যায়।”
তিনি বলেন, “আর এ কারণেই আমি জি-সেভেনের এক জরুরি বৈঠক ডেকেছি। এই সংকটের প্রতি আমাদের প্রতিক্রিয়ার সমন্বয় করা, আফগান জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের যুক্তরাজ্যের সঙ্গে তাল মিলিয়ে অসহায় আফগানদের পাশে দাঁড়ানোর আহবান জানানোর জন্যই এই বৈঠক।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের অংশীদার এবং মিত্রদের সঙ্গে নিয়ে আমরা আফগানিস্তানে মানবাধিকার সমুন্নত রাখা এবং গত বিশ বছরে আফগান সমাজে যেসব অগ্রগতি সাধিত হয়েছে সেসব রক্ষায় কাজ করব। আমরা প্রতিটি মানবিক এবং কুট নৈতিক তৎপরতার সুযোগকে কাজে লাগাব। আর তালেবানকে তাদের কথা দিয়ে নয় বরং কাজ দিয়ে মূল্যায়ন করা হবে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠেয় বৈঠকে বিশ্বের প্রধান সাতটি শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের নেতারা গত ২০ বছরে আফগানিস্তানে যেসব সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে সেসব রক্ষায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। বিশেষকরে, নারী শিক্ষা, নারী অধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায় ও জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তারা তাদের অঙ্গীকার ফের জানান দেবেন।