অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড় মারব কাণ্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
সোমবার রায়গড়ে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রানে। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়।
১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ এরপরেই রানে বলে বসেন, ‘ স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব ঠাকরে? আমি যদি সেখানে থাকলে, তাঁকে কষিয়ে চড় মারতাম।’
এই ঘটনাকে ঘিরে বিজেপি ও শিবসেনা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের তরফ থেকে পাথর ছোড়াছুড়ি চলে। জুহু তারা রোডে মন্ত্রী নারায়ণ রানের বাড়ির সামনেই এই বিক্ষোভ চলতে থাকে।
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুব সেনা। মহারাষ্ট্রের পুনের চতুরশ্রীঙ্গি থানায় রানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে রানের বিরুদ্ধে।
মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিন বিজেপি নেতা প্রমোদ জ্যাঠার সাংবাদিকদের জানান, স্থানীয় থানার এসপি এসে কেন্দ্রীয় মন্ত্রীকে নারায়ণ রানেকে গ্রেফতার করেন।
কিন্তু পুলিশের কাছে কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না। এসপি তাদের জানিয়েছেন, নারায়ণ রানে একজন কেন্দ্রীয় মন্ত্রী তাই কেন্দ্রের থেকে নির্দেশ দেওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রীর গ্রেফতারি নিয়ে তিনি খুব চাপের মধ্যে ছিলেন। কারণ কেন্দ্রীয় মন্ত্রীকে পাঁচ মিনিটের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল তাকে’।