অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই সিরি ‘এ’ অভিযান শুরু করতে হচ্ছে এসি মিলানকে। সুইডেনের তারকা ফরোয়ার্ডকে অন্তত প্রথম দুই রাউন্ডে পাচ্ছে না মিলান।গত মে মাসে জুভেন্তাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন ইব্রাহিমোভিচ। বাম হাঁটুতে পরবর্তীতে অস্ত্রোপচার করা হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
আগামী মাসে আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত অন্তত তাকে পাবার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন মিলান কোচ স্টিফানো পিউলি।এ সম্পর্কে পিউলি বলেন, ‘শারীরিক ভাবে ইব্রাহিমোভিচ সুস্থ অনুভব করছে। কিন্তু এখনো সে পুরো দলের সাথে অনুশীলনে অংশ নিতে পারছে না। আগামী সপ্তাহটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় তিনি স্বাভাবিক ছন্দে বল নিয়ে কাজ শুরু করবে। তখনই ইনজুরির সার্বিক অবস্থাটা বোঝা যাবে।’
আগামী ৩ অক্টোবর ৪০ বছর পা দিতে যাচ্ছেন ইব্রাহিমোভিচ। আন্তর্জাতিক বিরতির পরপরই মিলান ল্যাজিও ও জুভেন্তাসের বিপক্ষে মাঠে নামবে।মিলান কোচ বলেন, ‘প্রত্যাশামতো সব কিছু হলে আন্তর্জাতিক বিরতির পর সে দলে ফিরতে পারবে। দলে সে একজন কৌশলী নেতার ভূমিকা পালন করে থাকে। মানসিক ভাবে ইব্রাহিমোভিচ দারুণ চাঙ্গা রয়েছে। দলের জন্য সবসময়ই সে বড় একটি ভরসার নাম।’